×

জাতীয়

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর কার্বন নিঃসরণ প্রায় শূন্য: অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৩:৩৬ পিএম

রামপালসহ বাংলাদেশে যে কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে তার মাধ্যমে কার্বন নিঃসরণের হার বলতে গেলে শূন্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার পরিবেশ বিষয়ক এক আন্তর্জাতিক সন্মেলনের আগে ভার্চুয়াল সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অন্যরা ধারাবাহিকভাবে করে যাবে আর আমরা কিছুই করবো না তা হয় না।

সরকার আটটি কয়লাভিত্তিক প্রকল্প তাদের মাস্টার প্লান থেকে বাদ দিয়েছে। এমন সিদ্ধান্ত আগে নিলে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হতো না। তাহলে সরকারের পরিকল্পনায় কি দূরদর্শীতার অভাব ছিল কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না।

উল্লেখ্য আগামীকাল প্রথম পরিবেশ ভঙ্গুরতা রোধে অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। পরিবেশের ক্ষতির শিকার ২০টি দেশের এই ফোরামের বর্তমান সভাপতি বাংলাদেশের অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App