×

জাতীয়

করোনায় একদিনে রেকর্ড দুই শতাধিক প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৫:৪৬ পিএম

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জন। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৬ জুলাই) দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫২৫ জন। সেই সঙ্গে ওই দিন মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় সোমবার (৫ জুলাই) ১৬৪ জনের।

এর আগে ৪ জুলাই মারা যান ১৫৩ জন। এরপর ১ জুলাই মারা যায় ২৪৩ জন এবং ২ জুলাই ১৩২ জন মারা যান। গত ৩০ জুন করোনা রোগী শনাক্ত হয় ৮ হাজার ৮২২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App