×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস রূপ নিল বিষাদে, গুলিতে নিহত দেড় শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস রূপ নিল বিষাদে, গুলিতে নিহত দেড় শতাধিক

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস রূপ নিল বিষাদে, গুলিতে নিহত দেড় শতাধিক

যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস রূপ নিল বিষাদে, গুলিতে নিহত দেড় শতাধিক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে ঘিরে কয়েদিন ধরেই চলে উৎসব-আয়োজন। তবে এবারের স্বাধীনতা দিবস রূপ নিল বিষাদে। গত তিনদিনে গুলিতে নিহত হয়েছেন দেশটির দেড় শতাধিক নাগরিক।

দেশিটিতে গত শুক্রবার থেকে স্বাধীনতা দিবস রবিবার (৪ জুলাই) পর্যন্ত গুলিতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। চার শতাধিক স্থানে গোলাগুলির এ ঘটনায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। খবর সিএনএনের।

জানা যায়, শুধু নিউইয়র্কে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। ২০২০ সালে একই সময়ে নিউইয়র্কে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল। এক বছর পর এসে নিউইয়র্কে গোলাগুলির ঘটনা অন্তত ৪০ শতাংশ বেড়েছে।

[caption id="attachment_294847" align="aligncenter" width="629"] ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।[/caption]

এদিকে শিকাগোতে শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরো বেশ কয়েকজন গুরুতর অবস্থায় আছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ২০২০ সালে শিকাগোতে হত্যার ঘটনা ঘটেছে ৭৭৪টি।

নিউইয়র্কের পুলিশ দপ্তর জানিয়েছে, এ শহরে শুক্র থেকে রবিবার পর্যন্ত ২১টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন ২৬ জন। যদিও এ সংখ্যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় কম। গত বছর ঠিক এই তিন দিনে হতাহত হয়েছিলেন ৩০ জন, গুলি ঘটনা ঘটেছিল ২৫টি স্থানে।

গত বছরের তুলনা এ বছর নিউইয়র্কে গুলির ঘটনা ৪০ শতাংশ বেড়েছে। এ বছর গুলির ঘটনা ঘটেছে ৭৬৭টি। আর হতাহত হয়েছেন ৮৮৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App