×

চিত্র বিচিত্র

দশ মিনিটে ৭৬ হটডগ খেয়ে বিশ্বরেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৩:৫৫ পিএম

দশ মিনিটে ৭৬ হটডগ খেয়ে বিশ্বরেকর্ড

ছবি: টুইটার

পেশাদার পেটুক। এই দুটি শব্দ যে পাশাপাশি থাকতে পারে, তা হয় তো অনেকেই জানেন না। কিন্তু কম্পিটিটিভ ইটিং মার্কিন মুলুকে বেশ জনপ্রিয় একটি বিষয়। আর সেই কম্পিটিটিভ ইটিংয়েই নয়া বিশ্ব রেকর্ড করলেন জোয়ি চেস্টনাট। মাত্র ১০ মিনিটে ৭৬টা হটডগ খেলেন তিনি।

এই প্রতিযোগীতার আয়োজন করেছিল ন্যাথান নামের এক চেইন হটডগ রেস্তোরাঁ। আর তাতেই সবাইকে হারিয়ে জয়ী হন জোয়ি চেস্টনাট।

তবে এই প্রথম নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামুলক খাইয়ে হিসাবে বেশ নাম-ডাক তাঁর। পাস্তা, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি খাওয়ার বিভিন্ন প্রতিযোগিতায় এর আগে জয়ী হয়েছেন তিনি।

এবার এমন পেশাদার পেটুক মানেই তিনি একটু মোটা হবেন, এমনটাই ভাবেন অনেকে। কিন্তু সেটা ভাবলে ভুল করবেন। জোয়ি কিন্তু বেশ ফিট।

আসলে এই কম্পিটিটিভ ইটাররা সপ্তাহে বা মাসে একদিনই এরকম খান। বাকি দিন খুব স্বাস্থ্যকর ও পরিমিত খাওয়াদাওয়া করেন। তাছাড়া জোয়ি চেস্টনাট প্রতিদিন জিমে বেশ কিছুক্ষণ কঠিন এক্সারসাইজ করেন। মাইলের পর মাইল দৌড়ানও। ফলে খাবার হজম করতে সমস্যা হয় না।

চিকিত্সকদের মতে, এত বিপুল পরিমাণে খেতে পারেন যারা, তাঁদের জেনেটিকভাবে পাকস্থলী অন্যদের তুলনায় বড় হয়। খাবার ধারণ করার ক্ষমতাও বেশি হয়। সেই কারণেই এত বিপুল পরিমাণে তাঁরা খেতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App