×

জাতীয়

বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১১:৫৫ পিএম

বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশে

বিশ্বের সবচেয়ে ছোট গরু ‘রানি’। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশে

ভুটানের ভূট্টি জাতের এই বামন গরুটি এখন সবচেয়ে ছোট গরুর মর্যাদা পেতে যাচ্ছে। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু এখন বাংলাদেশে। মাত্র ২০ ইঞ্চি উচ্চতার এই গরু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘রানি’। শান্ত প্রকৃতি ও সাদা রঙের এই গরুটি দেখতে খামারে লোকজন ভীড় করছে। এর লালন-পালন করা হচ্ছে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে।

খামারের ব্যবস্থাপক তানভীর হাসান বললেন, বছরখানেক আগে নওগাঁ থেকে প্রত্যন্ত গ্রামের এক কৃষকের খামার থেকে ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন এই গরুটি কেনা হয়।

[caption id="attachment_294800" align="aligncenter" width="607"] ভুটানের ভূট্টি জাতের এই বামন গরুটি এখন সবচেয়ে ছোট গরুর মর্যাদা পেতে যাচ্ছে। ছবি: সংগৃহীত[/caption]

খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান জানান, বিশ্বের সব থেকে ছোট আকৃতির গরু হিসেবে গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে তিনি আবেদন করেছেন। পরদিন শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ম্যানেজমেন্ট টিম ই-মেইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। গত রবিবার ফরম পূরণসহ রানির বিস্তারিত তথ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দপ্তরে ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

সাভারের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণী চিকিৎসক মো. আতিকুজ্জামান বলেন, গরুটির আর বাড়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ভারতের কেরালায় মানিক্যাম নামের গরুটি সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পায়। এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। আর রানির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App