×

পুরনো খবর

শাপলা চত্ত্বরে নাশকতায় হেফাজত নেতা মঞ্জুরুল কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৫:৩৭ পিএম

শাপলা চত্ত্বরে নাশকতায় হেফাজত নেতা মঞ্জুরুল কারাগারে

হেফাজতে ইসলামের নেতা মঞ্জুরুল ইসলাম

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্ত্বরে নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় হেফাজতে ইসলামের নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর মুখ্য আদালতের হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত।

এরআগে এদিন আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। এসময় তিনি আসামিকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ২৮ জুন এ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিতে নাশকতা চালায় নেতাকর্মীরা। এসময় তারা রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড়ে যানবাহন ও সরকারি-বেসরকারী স্থাপনায় ভাঙ্গচূর ও অগ্নীকাণ্ড ঘটায়। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে রাজধানীর মতিঝিল ও পল্টন থানায় হেফাজতের একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App