×

সারাদেশ

রাণীনগরে লকডাউনে প্রাইভেট পড়ানোয় দুই শিক্ষকের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৬:৪২ পিএম

রাণীনগরে লকডাউনে প্রাইভেট পড়ানোয় দুই শিক্ষকের জরিমানা

ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগর উপজেলায় চলমান কঠোর লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর সময় পৃথক অভিযানে দুই শিক্ষকের ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জুলাই) সকালে উপজেলার সদরে ও ত্রিমোহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল ইসলাম জানান, চলমান লকডাউনের মধ্যেও সরকারের বিধি নিষেধ অমান্য করে ত্রিমোহনী বাজারে শিক্ষক আওলাদ হোসেন বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক আওলাদ হোসেনের বাসায় হানা দিলে দেখতে পান প্রায় ১৫-২০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছেন তিনি।

সরকারী নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর কারনে শিক্ষক আওলাদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ঘটনায় সদরের শিক্ষক পলাশ হোসেনের বাসায় অভিযান চালিয়ে তাকেও প্রাইভেট পড়ানোর কারনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App