×

জাতীয়

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০২:১১ পিএম

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলতে বলেছেন হাইকোর্ট।

রবিবার (৪ জুলাই) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করতে বলেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ।

লেখাপড়ার উদ্দেশে বিদেশ গমন করতে যাওয়া শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে আদালতে প্রার্থনা জানান আইনজীবী এস কে জাহাঙ্গীর আলম।

তখন আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীকে কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে বলেছেন। আপনি নিজেও বলতে পারেন। সবকিছু তো অর্ডারের প্রয়োজন হয় না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলব।

এ সময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশ গমন করতে যাওয়া শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদনও করতে বলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App