×

স্বাস্থ্য

দেশে অক্সিজেনের সংকট নেই: স্বাস্থ্য অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৩:১১ পিএম

দেশে অক্সিজেনের সংকট নেই: স্বাস্থ্য অধিদপ্তর

অক্সিজেন মাস্ক লাগানো এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: শাহাদাত হোসেন।

দেশে এই মুহূর্তে অক্সিজেন উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই।‌ রবিবার (৭ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।‌

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দেশে অক্সিজেনের সামগ্রিক কোনো সংকট নেই। উৎপাদন, সরবরাহের ক্ষেত্রে কোন সংকট নেই। যারা অক্সিজেন উৎপাদন করেন তাদের সবার সঙ্গে আমাদের প্রতিনিয়ত বৈঠক হচ্ছে।‌ প্রতিদিন আমরা তাদেরকে আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। দেশে এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে তা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।

বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ এসেছে। এ অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসলে প্রকৃত কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App