×

সারাদেশ

আখাউড়ায় নিস্ক্রিয় করা হলো মর্টারশেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৮:১২ পিএম

আখাউড়ায় নিস্ক্রিয় করা হলো মর্টারশেল

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনোয়ারপুর মাঠে নিষ্ক্রিয় করা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারশেল। ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনোয়ারপুর এলাকায় রবিবার (৪ জুলাই) বিকেলে মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে। গত বছরের ১১ নভেম্বর এটি উদ্ধার করা হয়। নিষ্ক্রিয় করা মর্টারশেলটি যুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার নারায়াণপুর বাইপাসের মো.আলমগীর মিয়ার ভাংগারির দোকানে বিক্রির জন্য একটি মর্টারসেল নিয়ে আসা হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে আনুমানিক ৩০ কেজি ওজন এবং ২৯ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৮ ইঞ্চি ব্যাসের মর্টার সেলটি আলমগীরের কাছেই রাখা হয়।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) নিতাই চন্দ্র দাস জানান, কুমিল্লা সেনানিবাসের ক্যাপ্টেন নাদিয়া নুসরাতের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ সদস্যের বোমা নিষ্ক্রিয়করণ দল চারটা ৪০ মিনিটে এটি ধ্বংস করে। এ সময় বিকট শব্দ হলেও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App