×

রাজধানী

৩০০ জনকে খাদ্য সহায়তা দিল ডিএমপির রমনা বিভাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৭:৩৫ পিএম

৩০০ জনকে খাদ্য সহায়তা দিল ডিএমপির রমনা বিভাগ

ছবি: সংগৃহীত

কঠোর বিধি-নিষেধে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। শনিবার (৩জুলাই) দুপুরে রাজধানীর পরীবাগ, বিটিসিএল অফিসের প্রায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয় পুলিশের এ বিভাগটি।

সরজমিনে দেখা যায়, স্বাস্থ্যবিধি বজায় রাখতে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব মেনে বৃত্ত তৈরি করে পুলিশ। সেই বৃত্তে লাইনে দাঁড়ানো প্রায় ৩০০ জনের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ ও এ বিভাগের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য বিতরণ করেন।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান ভোরের কাগজকে বলেন, এই কঠোর লকডাউনে ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুরসহ অনেকেই খাদ্যভাবে কষ্ট করছে। হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারব না। কিন্তু সাধ্য অনুযায়ী আমাদের রমনা বিভাগের উপকমিশনারের উদ্যেগে এই লকডাউনের প্রতিটি দিনই সামর্থ্য অনুযায়ী আমরা এসব মানুষের পাশে থাকতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App