×

সারাদেশ

সন্দ্বীপে জনতার হাতে আটক ৭ রোহিঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ১০:১৪ পিএম

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নদীর তীর থেকে সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয় জনগণ। আটক রোহিঙ্গারা ভাসানচর ক্যাম্প থেকে নোয়াখালী পালিয়ে যাওয়ার জন্য বের হয়েছিলেন।

আটক রোহিঙ্গারা হলো সলিম (২০), জিয়াউর রহমান (২০), মোছা. শারমীন (২২), মোছাম্মত লাইলা (২৩), মো. আমীর (৪), মোছা. তাসলিমা (৫), মোছা. তছমিন আরা (৪)।

জানা যায়, আটকদের দালালচক্র নোয়াখালী নিয়ে যাবার কথা বলে সন্দ্বীপ উপজেলার উড়িরচরে নামিয়ে তারা পালিয়ে যায়। রোহিঙ্গারা শনিবার (৩ জুলাই) সকালে ভাষানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল। স্থানীয়রা রোহিঙ্গাদের উড়িরচরের কলোনী বাজারে হেফাজতে রেখে উরিরচর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের ফাঁড়িতে নিয়ে যায়।

সন্দ্বীপ থানা পুলিশের ওসি বশির আহাম্মদ খান বলেন, উরিরচরে ৭ রোহিঙ্গা নাগরিককে আটক করা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জোয়ার ভাটার কারণে তাদের আজ সন্দ্বীপ আনা সম্ভব হবে না। আগামীকাল সন্দ্বীপ থানায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App