×

জাতীয়

মগবাজারে বিস্ফোরণে আরেকজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৩:৪৯ পিএম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (৩৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ জনে। বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ২টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা সামন্ত লাল সেন। তিনি বলেন, রাসেলের শরীরে ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল। তাকে প্রথমে এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরে কাটা ছেড়ার ক্ষতও ছিল। চিকিৎসাধীন আজ দুপুরে তার মৃত্যু হলো। বর্তমানে ইনস্টিটিউটে কালু নামে একজন ও ঢাকা মেডিকেলে আরো তিন জন চিকিৎসাধীন রয়েছে।

রাসেলের চাচা মানারুল হক জানান, তার বাবার নাম জসিম উদ্দিন। তার বাড়ি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বনগাও গ্রামে। থাকত মগবাজারে। এলাকার একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তো। দুর্ঘটনার এক সপ্তাহ আগেই সে মগবাজারের ব্যাঙ্গল মিটে সেলন্সম্যানের চাকরি নেয়।

এর আগে, আজ ভোরে চিকিৎসাধীন আইসিইউতে নুরুন্নবীর মৃত্যু হয়। সকালে জাফর (৬১) নামে একজনকে ছাড়পত্র দেয় বার্ন ইনস্টিটিউট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App