আগামী মঙ্গলবার থেকে নির্ধারিত কেন্দ্রে থেকে ফাইজারের টিকা নিতে পারবেন প্রবাসী শ্রমিকরা। সোমবার থেকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা নিবন্ধন করতে পারবেন এবং কেন্দ্রের পাঠানো এসএমএস পাবার পর তারা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
ইতিমধ্যে যারা নিবন্ধন করেছিলেন তারা নির্ধারিত সব কেন্দ্রে টিকা নিতে পারবেন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান প্রকল্প পরিচালক ও কোভিড-১৯ টিকা বিতরণ কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।