×

শিক্ষা

শাবির উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন ফরিদ উদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১০:৪৬ পিএম

শাবির উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন ফরিদ উদ্দিন

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে শাবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. নূর-ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

২০১৭ সালের ১৭ আগষ্ট নিয়োগ পাওয়ার পর ২১ আগষ্ট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ বছর ২১ আগষ্ট উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App