×

জাতীয়

শাপলা চত্বরে নাশকতায় বিএনপি নেতা আসলাম রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৪:০৮ পিএম

শাপলা চত্বরে নাশকতায় বিএনপি নেতা আসলাম রিমান্ডে

বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী। ফাইল ছবি

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে নাশকতার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর আদালত। বুধবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুল হক ভুঁইয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীর মতিঝিলে অবরোধ কর্মসূচি পালনকালে মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গীয় নেতাকর্মীসহ রমনা মডেল থানাধীন নাইটিঙ্গেল থেকে মৌচাক পর্যন্ত জঙ্গিরূপ ধারণ করে ও বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার আশপাশে দোকানপাট, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর, পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর, ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App