×

আন্তর্জাতিক

মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রাশিয়ার মালবাহী নভোযানের উৎক্ষেপণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৫:৩১ পিএম

মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রাশিয়ার মালবাহী নভোযানের উৎক্ষেপণ

ছবি: সংগৃহীত

মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রাশিয়ার মালবাহী নভোযানের উৎক্ষেপণ

কাজাখস্তানের বাইকুনুর থেকে উৎক্ষেপণ করা হয়। ছবি: সংগৃহীত

রাশিয়া মহাকাশ কেন্দ্রে সরবরাহ নিয়ে যাওয়ার জন্য বুধবার মনুষ্যবিহীন একটি নভোযান সফলভাবে উৎক্ষেপণ করেছে। প্রোগ্রেস এম এস ১৭ নামের মহাকাশ যানটিকে বহনকারী সয়ুজ রকেট ২৩২৭ জিএমটিতে কাজাখস্তানের বাইকুনুর থেকে উৎক্ষেপণ করা হয়। খবর বাসসের।

রসকসমস মহাকাশ সংস্থা এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। নভোযানটির শুক্রবার ০১০২ জিএমটিতে মহাকাশ কেন্দ্রে ভেড়ার কথা রয়েছে। নভোযানটি ৪৭০ কেজি জ্বালানী, ৪২০ লিটার পানিসহ আরো কিছু উপকরণ বহন করছে।

উল্লেখ্য, ১৯৬১ সালে মহাকাশে প্রথম মানুষ পাঠিয়ে রুশ মহাকাশ কর্মসূচি খুবই সুনাম অর্জন করেছে। চার বছর আগে তারা স্ফূটনিক ওয়ান নামে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে যা তাদের জাতীয় গর্বকে আরো বাড়িয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App