×

জাতীয়

মগবাজারে বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন ১০ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৭:৩৬ পিএম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ আগস্ট দাখিলের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ জুন) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এদিন সকালে অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলাটি দায়ের করে।

এরপর বিকেলে মামলার এজাহার আদালতে আসে। মামলার এজাহারটি গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। পরে রমনা থানার এসআই শহিদুল ইসলাম মাসুমকে মামলাটির তদন্ত করে আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ ৮ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আহতদের কমিউনিটি হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ আরও কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App