×

জাতীয়

ভুটান রাজাকে আম ও কাঁঠাল উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৯:২৪ পিএম

ভুটান রাজাকে আম ও কাঁঠাল উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মৌসুমী ফল ভূটানে পাঠানো হয়। ছবি: ভোরের কাগজ

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের জন্য মৌসুমী ফল উন্নত জাতের আম-কাঁঠাল উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভুটানের প্রতিনিধির কাছে মৌসুমী ফলের উপহারের ট্রাকটি বুঝে দেওয়া হয়েছে।

এ সময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, বুড়িমারী কাস্টমস সহকারী কমিশনার কেফায়েত উল্লাহ মজুমদার, স্থলবন্দর উপ-পরিচালক (প্রশাসন) মাহফুজুল ইসলাম ভুঁইয়া, বুড়িমারী কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, ভারতীয় চ্যারাবান্দা শুল্ক স্টেশনের কাস্টমস প্রতিনিধি নীলকান্ত মিশ্র ও ইন্সপেক্টর অনুপ সাহা, বিএসএফে কর্মকর্তাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App