×

আন্তর্জাতিক

ভারতে তিন মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:৪৩ পিএম

ভারতে তিন মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত

ফাইল ছবি

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯০৭ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭। আর করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭।

ভারতে টানা ২২ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি-না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

ভারতে এখন পর্যন্ত ৩২ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা স্তিমিত হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভারতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন রূপ ‘ডেলটা প্লাস’।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে মাস কয়েক আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করে। এখন সংক্রমণ কমতে থাকায় বিভিন্ন রাজ্য সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করছে। একই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ব্যাপারেও রাজ্যগুলো প্রস্তুত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App