×

অপরাধ

বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে ৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৬:১৮ পিএম

বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে ৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

ফাইল ছবি

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে তদন্ত করে প্রায় ৪.৯২ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে।ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় আজ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম মেলোনেডস। মঙ্গলবার (২৯ জুন) ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির জুলাই/২০১৪ হতে জুন/২০১৮ পর্যন্ত সময়কালের কার্যক্রম তদন্ত করে। ভ্যাট ফাঁকির অভিযোগে এই তদন্তটা সম্পন্ন করা হয়। তদন্তকালে প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত বার্ষিক অডিট প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি তদন্ত মেয়াদে বিভিন্ন সেবা খাতের বিপরীতে উৎসে মূসক বাবদ মাত্র ৬৯৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৬,৪৫,০৪৫ টাকা।এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন করেছে মর্মে প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদন অনুসারে এতে অপরিশোধিত ভ্যাট বাবদ ৬,৪৪,৩৪৮ টাকার ফাঁকি উৎঘাটন করা হয়।এই ফাঁকির উপর ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২% হারে ২,৭০,৬২৬ টাকা বিলম্বজনিত সুদ হিসেবে প্রযোজ্য হবে। প্রতিবেদন অনুযায়ী তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা বিক্রয়ের উপর ৩০,৮৭,৬২৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে।কিন্তু তদন্তে উদ্ঘাটিত হয় যে, প্রতিষ্ঠানটির বিক্রয়ের উপর প্রযোজ্য ভ্যাটের পরিমাণ ছিল ৩,৫৮,৫৫,৭২০ টাকা।এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে।এতে অপরিশোধিত ভ্যাট বাবদ ৩,২৭,৬৮,০৯৩ টাকা ফাঁকি উদঘাটন করা হয়। এই ফাঁকির উপরও ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২% হারে ১,৫০,৩৯,৭৫১ টাকা বিলম্বজনিত সুদ হিসেবে প্রযোজ্য হবে। অন্যদিকে, উল্লিখিত মেয়াদে প্রতিষ্ঠানটি স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতে কোন ভ্যাট পরিশোধ করেনি।কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাট এর পরিমাণ ছিল ২,৬৪,০০০ টাকা।এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট বাবদ ২,৬৪,০০০ টাকা ফাঁকি উৎঘাটিত হয়।এই ফাঁকির উপর ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২% হারে ২,০৭,৮১০ টাকা সুদ টাকা আদায়যোগ্য হবে। বর্ণিত মেয়াদে প্রতিষ্ঠানটি সর্বমোট অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ৩,৩৬,৭৬,৪৪১ টাকা এবং সুদ বাবদ ১,৫৫,১৮,১৮৭ টাকাসহ ৪,৯১,৯৪,৬২৮ টাকা পরিহারের তথ্য উদঘাটিত হয়। তদন্তকালে প্রতিষ্ঠানটিকে আত্মপক্ষ সমর্থনে একাধিকবার পর্যাপ্ত সময় ও সুযোগ দেয়া হয়েছিল। তাদের বক্তব্য আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তদন্তে উদ্ঘাটিত পরিহারকৃত ভ্যাট আদায়ের আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারটে প্রেরণ করা হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App