জরুরি ব্যবহারের অনুমোদন পেল যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা

আগের সংবাদ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠবে মৃত্যুর পর

পরের সংবাদ

বিভেদ ভুলে মোদিকে আম পাঠালেন মমতা

প্রকাশিত: জুন ২৯, ২০২১ , ১০:৩৬ অপরাহ্ণ আপডেট: জুন ২৯, ২০২১ , ১০:৩৬ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনপর্ব জুড়ে নরেন্দ্র মোদীর নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাক্যবাণ নিক্ষেপ করেছেন বার বার। পাল্টা তির ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফেরার পরেও মমতা বার বার নিশানা করেছেন মোদীকে। কিন্তু সেসব তো রাজনীতির ময়দানের বিষয়। তবে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সৌজন্যতাবোধে এতটুকু ফাটল যে ধরেনি তার আরও একবার সামনে এল। খবর হিন্দুস্তান টাইমসের।

অন্যান্যবারের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবারও আম পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার বিখ্যাত ল্যাংরা, লক্ষ্ণণভোগ, হিমসাগর আম পাঠানো হয়েছে মোদীকে। সবটাই মমতার পক্ষ থেকে। এর সঙ্গেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও আম পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাড়িতে আম পাঠানো হয়েছে।

আসলে এসবই হল সৌজন্যের উপহার। বিশ্বের দরবারে যে আম সকলের মন জয় করেছে সেই উপহারকে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিশেষ সৌজন্য প্রদর্শন। রাজনৈতিক নানা দ্বন্দ্বের মধ্যে এই উপহার যেন দখিনা বাতাস। গতবছর কোভিড পরিস্থিতির জন্য এই আম পাঠানো সম্ভব হয়নি। তবে এবার যাবতীয় সতর্কতা অবলম্বন করেই রসালো, সুস্বাদু আম পাঠানো হয়েছে নরেন্দ্র মোদী সহ অন্য়ান্য বিশিষ্টজনেদের বাড়িতে বা অফিসে। বঙ্গভবনের কর্তারাই গোটা বিষয়টি দেখভাল করছেন।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়