×

জাতীয়

আর্সেনিক স্ক্রিনিং চলছে ৩২০০ ইউনিয়ন পরিষদে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৪:১৯ পিএম

আর্সেনিক স্ক্রিনিং চলছে ৩২০০ ইউনিয়ন পরিষদে

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নের প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে এক লাখ ২০ হাজার নলকূপ স্থাপিত হয়েছে। এছাড়া ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলার তিন হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে মন্ত্রী  বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬টি ওয়ার্ডে প্রায় ২০০টি প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালীর ময়লা-আবর্জনা সংগ্রহ করে আসছে। এক্ষেত্রে সিটি করপোরেশন বাৎসরিক বা মাসিক কোনো বিল আদায় করছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App