×

জাতীয়

সোমবার থেকে গণপরিবহন ও দোকান-শপিংমল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৫:৩৭ পিএম

আগামীকাল সোমবার থেকে রাজধানীতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের গণপরিবহন। পণ্যবাহী যানবাহন, জরুরি সেবাসমূহের যানবাহন ও রিকশা ছাড়া অন্য কোন পরিবহন চলবে না।

রবিবার (২৭ জুন) দুপুরে সরকার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের আদেশ সোমবার থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত বলবত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি নিশ্চিত করতে ব্যবস্থা নেবে। সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল রেস্টুরেন্ট সকাল আটটা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধুমাত্র খাবার বিক্রি করতে পারবে। জনসাধারণকে মাক্স পড়ার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহ শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে অফিসের নিজস্ব ব্যবস্থাপনায় আনন্দ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App