×

জাতীয়

ভার্চুয়ালি হবে মানবতাবিরোধী অপরাধের আপিল শুনানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৮:৫৯ এএম

ভার্চুয়ালি হবে মানবতাবিরোধী অপরাধের আপিল শুনানি

ফাইল ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে করা ২৭ আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের আদালতের স্বাভাবিক কার্যক্রম প্রায় দেড় বছর বন্ধ রয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের প্রবণতা কমে আসায় উচ্চ আদালতের সব বেঞ্চ ভার্চুয়ালি পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। প্রধান বিচারপতি সব বেঞ্চ খুলে দেয়ায় নিষ্পত্তির অপেক্ষায় থাকা মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল শুনানি ভার্চুয়ালি শুনানির উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

আদালত সূত্র জানায়, কারাগারে মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল গত ২২ জুন অ্যাবেটেড (চ‚ড়ান্তভাবে সমাপ্তি ঘোষণা) করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বর্তমানে আপিল বিভাগে আরো ২৭টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এবং জাতীয় পাটির নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি হলেও চ‚ড়ান্ত ধাপ রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ভোরের কাগজকে বলেন, করোনা ভাইরাসের কারণে উচ্চ আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় দীর্ঘদিন যুদ্ধাপরাধের মামলার আপিল শুনানি হয়নি। তবে সম্প্রতি উচ্চ আদালতের সব বেঞ্চ খুলে দেয়ায় এই সব মামলা শুনানির উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২২ জুন কারাগারে মারা যাওয়া তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল সমাপ্তি ঘোষণা করা হয়। আশা করি, পর্যায়ক্রমে সব মামলার শুনানি অনুষ্ঠিত হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, যুদ্ধাপরাধ মামলার আপিল দীর্ঘদিন শুনানি না হওয়া খুবই দুঃখজনক। তবে যেহেতু সব আদালত খুলে দেয়া হয়েছে এখন দ্রুত উদ্যোগ নিয়ে এ সব মামলার শুনানির উদ্যোগ নিবে রাষ্ট্রপক্ষ।

বর্তমানে আপিল বিভাগে ২৭টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মোবারক হোসেন, জাপার সাবেক সাংসদ আব্দুল জব্বার, চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান, বাগেরহাটের সিরাজুল হক সিরাজ মাস্টার, খান মো. আকরাম হোসেন, পটুয়াখালীর ফোরকান মল্লিক, নেত্রকোনার ওবায়দুল হক তাহের, আতাউর রহমান ননী, হবিগঞ্জের মজিবুর রহমান (আঙ্গুর মিয়া), মহিবুর রহমান ওরফে বড় মিয়া, কিশোরগঞ্জের সামসুদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট শামসুল হক, জামালপুরের এস এম ইউসুফ

হোসেন, বিল্লাল হোসেন, মো. আবদুল লতিফ, ইউসুফ আহম্মেদ, মো. আমির আহম্মেদ ওরফে আমীর আলী, মো. জয়নাল আবেদীন, মো. আব্দুল কুদ্দুস, হামিদুর রহমান আজাদ, এ গনি ওরফে এ গনি হালদার, মো. ইসহাক সিকদার, মো. আব্দুল কুদ্দুস ও মো. রনজু মিয়ার মামলা।

এর আগে আপিল বিভাগে আরো ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৬টিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ও জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। আপিল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীম ও আব্দুস সুবহানের মৃত্যু হওয়ায় তাদের মামলা এ্যাবেটেড মাধ্যমে আপিলের নিষ্পত্তি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App