×

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৬:১১ পিএম

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের

সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবি জানানো হয়। ছবি: ভোরের কাগজ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ার সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ রোববার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবি জানানো হয়। তা না হলে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ কাফি বলেন, ‘এ দেশে মুক্তিযুদ্ধসহ সব লড়াই-সংগ্রামে শ্রমিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণার মধ্য দিয়ে তাদের পেটে লাথি মারা হয়েছে।’

আবদুল্লাহ কাফি আরও বলেন, ‘রিকশার ব্যাটারি চীন থেকে আমদানি করা হয়েছে। যারা আমদানি করেছেন, তাদের ধরা হচ্ছে না কেন? তিনি বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের মাধ্যমে আমরা সেমিফাইনাল খেলব। এরপর দাবি না মানা হলে ফাইনাল খেলা হবে।’

সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হজরত আলী বলেন, ‘শরীরের রক্ত পানি করে রিকশা চালকেরা রিকশা চালান। তাদের উদ্দেশ্য শুধু দুটো ডাল–ভাত। রিকশা চালকেরা কেউ দুর্নীতি কইরা কানাডায় বাড়ি বানায় নাই। বাড়ি বানাইছে লুটেরারা।’

শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, ‘এই করোনাকালে মানুষ না খেয়ে মরছে অনেক জায়গায়। এই সময়ে রিকশা চালকদের পেটে লাথি মারার বন্দোবস্ত করা হয়েছে। যারা এ কাজ করেছে তারা মানুষের মধ্যে পড়ে না।’

সমাবেশের পর একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এরপর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App