×

জাতীয়

বন্ধ ফ্লাইওভার, বন্ধ রাস্তাঘাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:৫০ পিএম

বন্ধ ফ্লাইওভার, বন্ধ রাস্তাঘাট

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ

রাজধানীর মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মগবাজার, শান্তিনগর, মৌচাক, সাতরাস্তা, বাংলামটর ও কাকরাইলে ভয়াবহ যানজট তৈরি হয়েছে। এ কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শান্তিনগর মোড় থেকে রামপুরা এবং বাংলামোটর এলাকার ফ্লাইওভারসহ প্রায় রাস্তাঘাট।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত শিশুসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা হতাহত হয়েছেন। অন্তত ৪৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় ১২ জনকে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পাথর শংকর পাল জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তি মারা গেছেন। ভর্তি হওয়া আরও ১০ জনের অবস্থা গুরুতর। তাদের শরীর পোড়া ছাড়াও জখমের চিহ্ন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App