×

খেলা

ইতালিকে ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:৩১ এএম

ইতালিকে ভয় ধরিয়ে দিয়েছিল অস্ট্রিয়া

প্রথম গোলদাতা ফেদেরিকো চিয়েসাকে নিয়ে ইতালির খেলোয়াড়দের উচ্ছ্বাস।

আট দশকের পুরনো রেকর্ড ভেঙে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠেছে রবার্তো মানচিনির ইতালি। শেষ ষোলোয় আজ অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। সর্বশেষ ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা। মূল ম্যাচ গোলশূন্য ড্র হলে অতিরিক্ত সময়ে আসে ফলাফল। এবারের ইউরোতে এটিই প্রথম ১২০ মিনিটের ম্যাচ।

ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি কিংবা অস্ট্রিয়া দুদলই ছিল সেরা ঢংয়ে। ইতালি যেমন চেপে ধরেছে তেমনি প্রেসিং ফুটবল খেলেছে খর্বশক্তির অস্ট্রিয়াও। তবুও পুরো ৯০ মিনিট শেষেও কোনো দলই গোলের দেখা পায়নি। যদিও অস্ট্রিয়া একবার ইতালির জালে বল পাঠিয়েছিল। ডেভিড আলাবার পাসে সতীর্থের গোলটি অস সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ফলে ম্যাচ ফড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ফেদেরিকো চিয়েসা। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। ডি-বক্সে বেলোত্তি দুই ডিফেন্ডারকে ফাঁকি দেওয়ার চেষ্টায় ছিলেন, তারই ফাঁকে বল পেয়ে ছয় গজ বক্সে ঢুকে জোরালো কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন আতালান্তার এই মিডফিল্ডার। অস্ট্রিয়া একমাত্র গোলটি করে ১১৪তম মিনিটের সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App