×

জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের বিমানবাহিনী প্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৫:৩২ পিএম

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের বিমানবাহিনী প্রধান

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিনদিনের সফরে ঢাকায় আসছেন। শনিবার (২৬ জুন) ঢাকায় পৌঁছাবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন কর্তৃক এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বিমানবাহিনী প্রধানের সফরের মূল লক্ষ্যে হলো, যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে কোনো ভারতীয় বিমানবাহিনী প্রধান প্যারেড পর্যালোচনা করার অনন্য সম্মান অর্জন করবেন তিনি, যা দুই বিমানবাহিনীর পারস্পরিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা ও বিশ্বাসের প্রতিফলন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App