×

চিত্র বিচিত্র

যুক্তরাজ্যে এক ব্যক্তির দশ মাসে ৪৩ বার করোনা পজিটিভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৮:৫৬ পিএম

যুক্তরাজ্যে এক ব্যক্তির দশ মাসে ৪৩ বার করোনা পজিটিভ

ডেভ স্মিথ। ফাইল ছবি

যুক্তরাজ্যে এক ব্যক্তি গত ১০ মাস ধরে করোনাভাইরাসে আক্রান্ত। এখন পর্যন্ত তিনি ৪৩ বার করোনা পজিটিভ হয়েছেন এবং সাত বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিবিসি টেলিভিশনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুন) গবেষকরা জানিয়েছেন, বারবার আক্রান্তের দিক দিয়ে এটি বিশ্বের দীর্ঘতম সংক্রমণের রেকর্ড। ডেভ স্মিথ নামে ৭২ বছর বয়সী ওই ব্যক্তি পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা। তিনি পেশায় সাবেক ড্রাইভিং প্রশিক্ষক।

বিবিসি টেলিভিশনকে তিনি জানান, এখন পর্যন্ত ৪৩ বার করোনা পজিটিভ হয়েছেন এবং সাত বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এমনকি একটা সময় নিজের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করারও চিন্তা করেছিলেন। দীর্ঘ এই সময়ে নিজ বাড়িতে তার সঙ্গে কোয়ারিন্টাইনে ছিলেন স্ত্রী লিন্ডা।

তিনি বলেন, এমন অনেক সময় এসেছে যখন আমরা এটা চিন্তা করতে পারতাম না যে, সে এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। এটি ভয়ানক বছর ছিল। ইউনিভার্সিটি অব ব্রিস্টল ও উত্তর ব্রিস্টলের এনএইচএস ট্রাস্টের সংক্রমক বিশেষজ্ঞ এড মোরান বলেন, পুরো সময় জুড়েই স্মিথের শরীরে ভাইরাসটি ছিল। তবে তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App