×

চিত্র বিচিত্র

রাতের আকাশে আলো ছড়াবে স্ট্রবেরি মুন, কেন এই নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০১:৩৫ পিএম

আজ বৃহস্পতিবার (২৪ জুন) রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। তবে এর নাম নিয়ে রয়েছে প্রশ্ন। অনেকেই মনে করেন স্ট্রবেরির মতো গোলাপি রং বলে এর নাম স্ট্রবেরি মুন। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে গোলাপি রঙের সঙ্গে এই মুনের সরাসরি সম্পর্ক নেই। স্ট্রবেরি মুন-এর মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়। আর এই সময়েই ক্ষেতের পাকা স্ট্রবেরি তোলা হয়ে থাকে। সেই কারণেই একে স্ট্রবেরি মুন বলা হয়।

তবে শুধু এই নামই নয়, এতে ব্লুমিং মুন, বার্থ মুন, হানি মুন এবং মিড মুনও বলা হয়ে থাকে। গ্রীষ্মের আগমনকে সূচিত করে বলে একে হট মুনও বলা হয়ে থাকে।

হালকা লালচে, কমলা আভা থাকে স্ট্রবেরি মুনে। তবে যত দিগন্ত থেকে মাঝ আকাশে উঠবে, হলদে ভাব বাড়বে। সেই সঙ্গে বেশ উজ্জ্বল হবে।

তবে ভারতীয় উপমহাদেশে স্ট্রবেরি মুন দেখা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App