×

স্বাস্থ্য

বিএসএমএমইউর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি নিয়োগ ও নিয়মিতকরণের সিদ্ধান্ত বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৬:৪৪ পিএম

বিএসএমএমইউর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি নিয়োগ ও নিয়মিতকরণের সিদ্ধান্ত বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকুরি নিয়োগ ও নিয়মিতকরণে অনিয়মের অভিযোগ ছিল।‌ এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট উল্লেখিত নিয়োগ ও নিয়মিতকরণ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে। এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে বিএসএমএমইউ'র ৮২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যায়ের সর্বোচ্চ প্রশাসনিক বডি সিন্ডিকেটের সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদের শেষ দিনে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে ৩৬ জন শিক্ষক এর নিয়োগ প্রক্রিয়া তড়িগড়ি করে সম্পন্ন করেন। এছাড়া সাবেক উপাচার্য এর মেয়াদের শেষ দিনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ৫৫৪ জন কর্মচারীকে নিয়োগ ও নিয়মিতকরণের আদেশ প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App