×

অর্থনীতি

৪৫.৫৯ বিলিয়ন ডলার রেকর্ড রিজার্ভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১০:৪৭ পিএম

মহামারীর মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল। বৃহস্পতিবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দিন শেষে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

এই রিজার্ভের মাধ্যমে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে দেখা যায়, তাতে এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে ১২ কোটি ৬২ লাখ ডলার। মহামারীর মধ্যেই গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত ২০২০ সালের ২৩ জুন রিজার্ভে ছিল ৩৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে রিজার্ভে এই রেকর্ড।

চলতি বছরের ১১ মাসে অর্থাত্ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মে মাস পর‌্যন্ত প্রবাসীরা ২২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ৪৮ শতাংশ বেশি। মহামারীর মধ্যে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল দেশে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App