×

আন্তর্জাতিক

ইরানের ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৮:১৭ পিএম

ইরানের ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র

ভুল তথ্য ছড়াচ্ছে অভিযোগ এনে ইরানি এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট এমন ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইরানি এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করছে, এই সাইটগুলো মিসইনফরমেশন বা ভুল তথ্য ছড়াচ্ছে। মঙ্গলবার (২২ জুন) দেখা যায় এসব ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। তার জায়গায় দেখা যাচ্ছে একটি নোটিশ যাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো 'বাজেয়াপ্ত' করেছে। এতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দপ্তরের সিলও দেখা যাচ্ছে।

এতে রয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রেস টিভি এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরা টিভি। এমন এক সময় এ ঘটনা ঘটলো, যখন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে করা একটি চুক্তি পুনরায় কার্যকর করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

মার্কিন বিচার বিভাগ বলছে, ইরানের ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) পরিচালিত ৩৩টি ওয়েবসাইট এবং ইরাকের ইরান-সমর্থিত কাতাইব হেজবোল্লাহ পরিচালিত ৩টি ওয়েবসাইট 'সিজ' বা বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

মার্কিন বিচার বিভাগ আরো বলেছে, আইআরটিভিইউ যে ডোমেইন ব্যবহার করতো তার মালিক ছিল একটি আমেরিকান কোম্পানি, এবং এ ডোমেইন ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের 'অফিস অব ফরেন এ্যাসেটস কনট্রোলের' যে লাইসেন্স নিতে হয় - তা তারা নেয়নি।

অন্যদিকে কাতাইব হেজবোল্লাহকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে, এবং তারাও পূর্বোক্ত লাইসেন্সটি নেয়নি। মঙ্গলবার বিকেলে ওই ওয়েবসাইটগুলোতে ঢোকা যাচ্ছিল না।

আল-আলম ওয়েবসাইটে একটি বার্তা দেখা যাচ্ছিল যাতে বলা হয় – ‘আলআলমটিভি ডট নেট ডোমেইনটি যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যুরো অব ইন্ডাস্ট্রি এ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হয়েছে।’

ইরানের প্রেস টিভি এবং আল-আলমের কিছু ওয়েবসাইটেও এরকম নোটিশ দেখা গেছে। প্রেস টিভি হচ্ছে ইরানি সরকারের প্রধান ইংরেজি উপগ্রহ টিভি চ্যানেল এবং আল-আলম হচ্ছে এর আরবি সংস্করণ। এ ছাড়া যুক্তরাজ্য থেকে প্রচার কার্যক্রম চালায় এমন একটি বাহরাইনি আরবি ভাষার চ্যানেল লুয়ালুয়া টিভিও বন্ধ করে দেয়া হয়েছে।

ইয়েমেনের হুতি আন্দোলনও আদের আল-মাসিরা ডোমেইন ব্লক হবার কথা নিশ্চিত করেছে। যে ডোমেইনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এগুলোতে ডট কম, ডট নেট এবং ডট টিভি রয়েছে। প্রথম দুটি ডোমেইন কোন নির্দিষ্ট দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

তবে ডট টিভি ডোমেইনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ টুভালুর মালিকানাধীন, কিন্তু এটি পরিচালনা করে ভেরিসাইন নামে আমেরিকান প্রতিষ্ঠান। অন্য একটি দেশের শীর্ষস্থানীয় ডোমেইন বাজেয়াপ্ত করাকে সার্বভৌমত্বের লংঘন হিসেবে দেখা হতে পারে এমন সম্ভাবনা রয়েছে।

বাজেয়াপ্ত হবার কয়েক ঘন্টার মধ্যেই কিছু ওয়েবসাইট নতুন ডোমেইন ঠিকানা নিয়ে ইন্টারনেটে ফিরে আসে। কয়েক দিন আগে ইরানে কট্টরপন্থী এবং পশ্চিমাবিরোধী এব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এই ঘটনা ঘটলো।

এ ঘটনায় ইরানের আনুষ্ঠানিক বক্তব্য নেই। ইরানে কোন বেসরকারি রেডিও বা টিভি নেই। সব সংবাদ চ্যানেলই সরকারি মালিকানাধীন। উপগ্রহ ডিশও ইরানের অবৈধ, তবে এগুলো প্রায়ই দেখা যায়। অতীতে ইরানে কেউ ডিশ দেখছে কিনা তা জানতে পুলিশ নানা কায়দায় তল্লাশি চালাতো, বাজেয়াপ্ত করা উপগ্রহ ডিশ গুঁড়িয়ে দেয়ার জন্য ট্যাংকও ব্যবহার করা হতো

অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ৯২টি ওয়েবসাইট বাজেয়াপ্ত করে - যা তাদের ভাষায় বিভ্রান্তিকর রাজনৈতিক তথ্য ছড়ানোর জন্য ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর ব্যবহার করছিল। ইরানি সরকার যুক্তরাষ্ট্রে এই বাজেয়াপ্ত করার ব্যাপারে সরকারিভাবে কোন মন্তব্য করেনি। তবে সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App