×

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১০:২২ পিএম

আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

ফাহাদ রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এই দাবাড়ু ৯ খেলায় আট পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। এছাড়া ৭ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার-আপ ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন তৃতীয় হন।

আজ বুধবার (২৩ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত নবম তথা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক ফাহাদ রহমান ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

এদিকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ, স্পোর্টস বাংলার ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান পঞ্চম ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ষষ্ঠ স্থান লাভ করেন। সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে ত্রয়োদশ স্থান লাভ করেন যথাক্রমে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির গোলাম মোস্তফা ভূঁইয়া, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. আবু হানিফ ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান কে.এম. শহিদউল্যা।

এবারের এই প্রতিযোগিতায় বিজয়ীদের ২ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। এছাড়াও রয়েছে ওয়ালটন গ্রুপের গিফট সামগ্রী।

৯ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। যেখানে গ্র্যান্ড মাস্টার, ফিদে মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টাররা খেলেন। করোনা ভাইরাসের কারণে ১২১ জন দাবাড়ু অংশ নেন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App