×

জাতীয়

হাসপাতালে প্রতি হাজারে শয্যা একটিরও কম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১০:১১ এএম

হাসপাতালে প্রতি হাজারে শয্যা একটিরও কম

ফাইল ছবি

দেশের সরকারি হাসপাতালে প্রতি এক হাজার মানুষের জন্য শয্যার সংখ্যা ০.৩২। বেসরকারি হাসপাতালে প্রতি হাজারে শয্যার সংখ্যা ০.৬৪। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রতি এক হাজার মানুষের জন্য হাসপাতালে শয্যার সংখ্যা মাত্র ০.৯৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী প্রতি এক হাজার মানুষের বিপরীতে সাড়ে তিনটি শয্যা থাকতে হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মানের চেয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর শয্যাসংখ্যা অনেক কম।

সোমবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

জরিপে বলা হয়, বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসকের (ডেন্টাল সার্জন বাদ দিয়ে) বিপরীতে মাত্র ০.৮৫ জন সেবিকা রয়েছে। ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্ত করলে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে সেবিকার সংখ্যা দাঁড়ায় ০.৮৩। শয্যা ও সেবিকার অনুপাতে প্রতি ৩.৪৭টি শয্যার জন্য একজন সেবিকা দায়িত্ব পালন করছেন।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মসংস্থানের আকার অনুযায়ী ২০১৮ সালের ৩০ জুন ১৬ হাজার ৯৭৯টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৬৮ হাজার ৫৮০ জন কর্মী নিয়োজিত ছিলেন। এর মধ্যে তিন লাখ ১৫ হাজার ৯৪১ জন (৮৫.৭২ শতাংশ) পূর্ণকালীন এবং ৫২ হাজার ৬৩৯ জন (১৪.২৮ শতাংশ) খণ্ডকালীন। মোট নিয়োজিত জনবলের মধ্যে হাসপাতালে ৫৬.৩২ শতাংশ, রোগ নির্ণয় কেন্দ্রে ৩৬.৭৯ শতাংশ এবং ক্লিনিকে ৫.৭ শতাংশ জনবল নিয়োজিত ছিল। ডেন্টাল ক্লিনিকে নিয়োজিত জনবল ১.১৯ শতাংশ। এ ছাড়া ২০১৭-১৮ অর্থবছরে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে পূর্ণকালীন কর্মসংস্থান বাড়ার অনুমিত হার ৯.২৭ শতাংশ, হাসপাতালগুলোর কর্মসংস্থান বাড়ার হার ১২.১৬ শতাংশ, মেডিক্যাল ক্লিনিকগুলোর কর্মসংস্থান বাড়ার হার ৫.৮৯ শতাংশ, রোগ নির্ণয় কেন্দ্রের কর্মসংস্থান বাড়ারও হার ৫.৩১ শতাংশ এবং ডেন্টাল ক্লিনিকগুলোর প্রবৃদ্ধির হার ০.৮২ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App