×

জাতীয়

প্রথম ধাপে ১৪৮ ইউপিতে আওয়ামী লীগের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১০:২১ পিএম

সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭৩ শতাংশ ইউপি অর্থাৎ ১৪৮ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। মাঠ পর্যায় থেকে পাঠানো ফলাফল বিশ্লেষণ করে মঙ্গলবার (২২ জুন) এ তথ্য জানিয়েছেন ইউপি ভোটের সমন্বয়ক ও নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মিজানুর রহমান। ২১ জুন ২০৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমন্বয় করা ফলাফল থেকে জানা যায়, ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগ জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ২৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ দলটি ৭২ দশমিক ৫৫ শতাংশ ইউপিতে জয় পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৪৯ জন, যা মোট ইউপির ২৪ দশমিক শূন্য ১ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে এক ইউপিতে, যা মোট ইউপির দশমিক ৪৯ শতাংশ। জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা পেয়েছে ৩টি করেছে আসন, যা মোট ইউপির ২ দশমিক ৪৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App