×

চিত্র বিচিত্র

 ৮০০ কেজি গোবর চুরি, তদন্তে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১১:৫২ এএম

 ৮০০ কেজি গোবর চুরি, তদন্তে পুলিশ

গোবর। ফাইল ছবি

ছত্তিশগড়ের একটি গ্রাম থেকে ৮০০ কেজি গোবর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটানায়  স্থানীয় থানায় মামলা দায়ের পর তদন্তে নেমেছে পুলিশ।

জানা যায়, গত ৮ ও ৯ জুনের মধ্যবর্তী রাতে ভারতের ছত্তিশগড়ের কোরবা জেলার ধুরেনা গ্রামে সেই চুরির ঘটনা ঘটে। আর ১৫ জুন গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানওয়ার অভিযোগ দায়ের করেছেন।

দিপকা থানার পুলিশ আধিকারিক হরিশ তান্ডেকর জানিয়েছেন, বাজারে ওই ৮০০ কেজি গোবরের দাম প্রায় এক হাজার ৬০০ টাকার মতো পড়বে। কিন্তু কে বা কারা গোবর চুরি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে কী কারণে গোবর চুরি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে একাংশের বক্তব্য, রাজ্য সরকারের উচ্চাকাঙ্খী ‘গোধন ন্যায় যোজনা’প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর দু'টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হচ্ছে, তা গৌঠানে (কোনো গ্রামের নির্দিষ্ট এলাকা, যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়) রাখা হচ্ছে। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের লক্ষ্য নিয়েছে কংগ্রেস সরকার। সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App