×

অর্থনীতি

মঙ্গলবার থেকে ঢাকা-জয়দেবপুরসহ তিন ট্রেন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৮:১৩ পিএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে তৈরি পোশাকখাতের সার্বিক কার্যাবলি/চলাচলে লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার বিকেলে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এ সাত জেলায় মালবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এর বাইরে আরও কোনো জেলা যদি প্রয়োজন মনে করে, তাহলে জেলা প্রশাসন লকডাউন দিতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App