×

অপরাধ

মানবপাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদীসহ গ্রেপ্তার ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৯:৫১ পিএম

মানবপাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদীসহ গ্রেপ্তার ৭

আন্তর্জাতিক মানবপাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদী। ছবি: সংগৃহীত

নড়াইল ও যশোর সীমান্তে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের বাংলাদেশের সমন্বয়ক নদীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) নড়াইল ও যশোর সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মানবপাচারের অভিযোগে দেশে ২০ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশের তেজগাঁও বিভাগ সূত্র আগেই জানিয়েছিল, ভারতে নারী পাচার চক্রের সমন্বয়ক হলেন নুরজাহান। তাকে গ্রেপ্তার করা গেলে পুরো চক্র সম্পর্কে তথ্য পাওয়া যাবে। গত শনিবারও ২২ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মানবপাচার আইনে মামলা করেন সানিয়া নামে এক ভুক্তভোগী। একইদিনে ও একই থানায় হৃদয়সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন পালিয়ে আসা আরেক তরুণী। এর আগে পাচার হওয়া আরও দুই তরুণী ওই থানায় পৃথক মামলা করেন। সব মামলাতেই নদীর বিষয়টি উঠে আসে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, গত কয়েক সপ্তাহে হওয়া পাচারের মামলার সবগুলোতেই অভিযুক্ত নদী। তিনি চারটি ভাষায় কথা বলতে পারেন। বাংলাদেশ থেকে নারী পাচারের কাজে তাকে ব্যবহার করে পাচারকারীরা। তাকে ঢাকায় আনা হলে জিজ্ঞাসাবাদে আরও অনেক বিষয় পরিষ্কার হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App