×

জাতীয়

ফাইজারের টিকা দেওয়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১১:২৭ এএম

ফাইজারের টিকা দেওয়া শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলছে ফাইজারের টিকা প্রদান। ছবি: ভোরের কাগজ

রাজধানীর তিন হাসপাতালে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার (২১ জুন) সকাল ৯ টায় এই টিকা কার্যক্রম শুরু হয়েছে  চলবে বিকাল ৩ টা পর্যন্ত।

এই তিন হাসপাতাল হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনস্টিটিউট হাসপাতাল। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ওই তিনটি কেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন তারাই এই টিকা নিচ্ছেন।

প্রসঙ্গত গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয় ঔষুধ প্রশাসন অধিদপ্তর। এরই প্রেক্ষিতে গত ৩১ মে রাতে ১১ টা ১৪ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরবর্তীতে তা সরকারি দায়িত্বে সংরক্ষন করা হয়।

গত ৭ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফাইজারের টিকা সিরিয়াল অনুযায়ী নিবন্ধিত ব্যক্তিরাই পাবেন। সরকার নির্ধারিত চারটি টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App