×

সারাদেশ

দুটি কিডনিই নষ্ট, দেশের মানুষকে পাশে চান ফাতেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১০:১৭ এএম

দুটি কিডনিই নষ্ট, দেশের মানুষকে পাশে চান ফাতেমা
ফাতেমা বেগমের বয়স ৫৫ বছর। একদিকে কর্মক্ষম বয়স্ক স্বামী, অপর দিকে নেই কোনো ছেলে সন্তান। এমন অবস্থায় দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। ৪ বছর ধরে শারীরিক সমস্যায় ভুগলেও চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য না থাকায় ফাতেমাকে হাসপাতালে ভর্তি করাতে পারেনি তার পরিবার। অকেজো দুটি কিডনি নিয়ে গত ১০ দিন ধরে রাজধানীর শেরেবাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস ইউরোলজি হাসপাতালে মৃত্যুর দিনক্ষণ গুনছেন ফাতেমা। চিকিৎসকরা জানিয়েছেন, জটিল রোগে ফাতেমা বেগমের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। তার ক্রিয়েটিনিন লেভেল ২৩.৭, হিমোগ্লোবিনের মাত্রা ৪-এর কম এবং অক্সিজেন লেভেল ৮০-এর ঘরে। ডায়ালাইসিস করালে হয়তো কিছু দিন বাঁচানো যাবে তাকে। কিন্তু হতদরিদ্র ফাতেমার কোনো ছেলেসন্তান নেই। মেয়েকে বিয়ে দিয়েছেন আরেকটি দরিদ্র পরিবারে। মেয়ের জামাইয়ের ঘড়ি মেরামতের একমাত্র দোকান বন্ধ হয়েছে করোনার আগ থেকেই। ফলে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। গত চার বছর ডাক্তার দেখিয়ে ধারদেনা করে ঘরে ওষুধ খেয়েছেন ফাতেমা। এখন হাসপাতালে ভর্তি হওয়ায় খরচ আরও বেড়ে গেছে। পেশায় চাকরিজীবী ভাইপো কামরুজ্জামান ভর্তি করেছেন হাসপাতালে। নিজ বেতন থেকে যতটুকু সামর্থ্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ফাতেমা বেগম। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চললেও এখন টাকার অভাবে ডায়ালাইসিস করাতে পারছেন না। তাই বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন ফাতেমা। ফাতেমার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজারের পাইনশাই গ্রামে। তাকে হাসপাতালে ভর্তি থেকে সব ধরনের তদারকি করা ভাইপো মো. কামরুজ্জামান বলেন, বর্তমানে আমার ফুফুর অবস্থা খুবই খারাপ। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন, একমাত্র ডায়ালাইসিস করে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। ফুফুর কোনো ছেলেসন্তান নেই। বয়স হওয়ার কারণে ফুপাও কোনো কাজ করতে পারেন না। তারা খুবই দরিদ্র। এতদিন ফুফুর চিকিৎসা খরচ ধারদেনা করে আমরা চালিয়েছি। এখন ডায়ালাইসিসের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছি। তিনি বলেন, একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ বড় কোনো অসুখ বা শারীরিক সমস্যায় পড়লে কতোটা অসহায়ত্ব ভোগ করতে হয়, ফুফুর অসুস্থতার পর আমি তা বুঝতে পারছি। তাই ফুফুকে বাঁচিয়ে তুলতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনেকটা নিরুপায় হয়েই প্রধানমন্ত্রী, সরকার ও দেশের বিত্তবানদের কাছে আবেদন জানাচ্ছি। চাইলে কেউ আর্থিক সহযোগিতা করতে পারেন, কিংবা হাসপাতালে চিকিৎসাব্যয় পরিশোধ করেও সহযোগিতা করতে পারেন। ফাতেমা বেগমকে সাহায্য পাঠাতে চাইলে এই (০১৭৬-২৬১৫৫৪৬) নম্বরে বিকাশ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App