×

সারাদেশ

গৌরনদীতে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৪:২৫ পিএম

গৌরনদীতে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুর একটার দিকে এই সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ককটেল হামলায় ফিরোজ মৃধা গ্রুপের সমর্থক মো.মৌজে আলী মৃধা (৬৫) নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী) সার্কেল আবদুর রব হাওলাদার জানান, কমলাপুর ভোট কেন্দ্রের বাইরে সদস্য প্রার্থী মন্টু মৃধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধা গ্রুপের মধ্যে দুপুরে সংঘর্ষের ঘটনায় মাথায় ককটেলের আঘাতে মো. মৌজে আলী নিহত হন। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন।

গৌরনদী রিটারনিং কর্মকর্তা মো.মামুনুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় কমলাপুর কেন্দ্রটিতে আধা ঘণ্টা ভোট বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App