×

জাতীয়

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ০২:৩১ পিএম

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু সোমবার

ডা. শামসুল হক।

দেশে ফাইজার বায়োটেকের টিকা দেওয়া আগামীকাল সোমবার থেকে শুরু হবে। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা দেওয়া হবে।

রবিবার (২০ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে এ কথা জানান জাতীয় টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক।

[caption id="attachment_291489" align="aligncenter" width="687"] ডা. শামসুল হক[/caption]

হাসপাতাল তিনটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল। যারা টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ওই তিনটি কেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন তারাই টিকা নিতে পারবেন।‌

তিনি জানান, আগামীকাল সোমবার ফাইজার টিকার ফাস্ট রান শুরু হবে। যারা টিকা নেবেন তাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষনে রাখা হবে। তারপর আবার ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App