×

সারাদেশ

খুলনা বিভাগে রেকর্ড ২৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৩:২২ পিএম

খুলনা বিভাগে রেকর্ড ২৮ জনের মৃত্যু

ফাইল ছবি

খুলনা বিভাগে একদিন পর আবারও করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে এ বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৬৩ জনের শরীরে করোনার শনাক্ত হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে বাগেরহাটে দুই জন, চুয়াডাঙ্গায় ৫ জন, যশোরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, খুলনায় দুই জন, কুষ্টিয়ায় ৭ জন, মাগুরায় এক জন, নড়াইলে একজন ও সাতক্ষীরায় দুই জন মারা গেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ৭৬৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে ৬৮, চুয়াডাঙ্গায় ৬৮ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৯০ জন, খুলনায় ২২৩ জন, কুষ্টিয়ায় ১৬৮ জন, মাগুরায় ৩ জন, মেহেরপুরে ১৯ জন, নড়াইলে ৪৪ জন ও সাতক্ষীরা ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে আরও ১৯৮ জন।

এদিকে ২৪ ঘণ্টায় বিভাগের করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে মোট ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বাগেরহাটে পাঁচ জন, চুয়াডাঙ্গা ১১ জন, যশোর ২৩ জন, ঝিনাইদহ ৩৩ জন, খুলনা ১৮ জন, কুষ্টিয়া ২৩ জন, মাগুরা ৩ জন, মেহেরপুর ১০ জন ও নড়াইলে ৩ জনের করোনা রোগী ভর্তি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App