টাঙ্গাইল ও এলেঙ্গায় ৭ দিনের বিধিনিষেধ আরোপ

আগের সংবাদ

ডিআইজি প্রিজনস পার্থের জামিন বাতিল চায় দুদক

পরের সংবাদ

ইসি মাহবুব তালুকদার অসুস্থ হয়ে হাসপাতালে

প্রকাশিত: জুন ২০, ২০২১ , ৬:৩৪ অপরাহ্ণ আপডেট: জুন ২০, ২০২১ , ৬:৩৪ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গতকাল শনিবার রাতে মাহবুব তালুকদারের হঠাৎ জ্বর আসে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হলে তখনই আইসিইউতে নেওয়া হয়।

যদিও আজ রবিবার (২০ জুন) পরে তাকে কেবিনে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন। তিনি জানান, শনিবার রাতে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন, বর্তমানে তিনি কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত ৫ জন নির্বাচন কমিশনারের মধ্যে তিনি বেশীরভাগ সময় নোট অব ডিসেন্ট দিয়ে আলোচনায় আসেন। অনেক সময়ে তিনি নির্বাচন কমিশনের বৈঠক নিয়ে প্রশ্ন তুলে বৈঠক ত্যাগও করে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে ইসির সিদ্দান্তের বিরোধীতায় কথাও বলেছেন।

রি-এনআর/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়