×

পুরনো খবর

মানবপাচার মামলা: অমির বিরুদ্ধে প্রতিবেদন ১৪ জুলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১০:১০ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে করা মানবপাচারের মামলাটি সুষ্ঠু তদন্ত করে ১৪ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালত এ নির্দেশ দেন। আদালতে রাজধানীর দক্ষিণ খান থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর দক্ষিণ খান থানায় অমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে এক ভুক্তভোগী। এ মামলায় অমিসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে অমির বিরুদ্ধে মোট ৪টি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App