×

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ আটক ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০২:০৩ পিএম

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১১ জনকে আটক করেছে। এদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা বিজিবির (৩৩) ব্যাটালিয়ন সদস্যরা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সীমান্তের সদর উপজেলার তলুইগাছা ও কুশখালী বিওপির নিয়ন্ত্রিত এলাকায় অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশি অপর দুইজন ভারতীয় নাগরিককে আটক করে।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটকরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। আটক ৯ জন বাংলাদেশি নাগরিককে প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ভারতীয় দুই নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। ৬৮ জনের মধ্যে ২জন রোহিঙ্গা শরণার্থী ও ৩ জন ভারতীয় নাগরিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App