×

সারাদেশ

নড়াইলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪৬, মৃত্যু ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০২:৪১ পিএম

আক্রান্তের হার ৩৮.৩৩ শতাংশ

নড়াইলে গত ২৪ ঘন্টায় ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন শনাক্ত হয়েছেন।

যে দুই জন মারা গেছেন তাদের বাড়ি নড়াইল সদর উপজেলায়। অপর দিকে আক্রান্তদের মধ্যে সদরে ২০, লোহাগড়ায় ২০ এবং কালিয়া উপজেলায় ৬জন আক্রান্ত হয়েছেন।

নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ৩৮ দশমিক ৩৩ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন। জেলায় এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৭৫০ জনের। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৬ জন, সুস্থ্ হয়েছেন ১ হাজার ৮৬৪জন এবং মৃত্যুবরণ করেছেন ৩০ জন।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যয় নড়াইলেও স্থানীয়ভাবে সন্ধ্যা ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লকডাউন অব্যাহত রয়েছে। লকডাউন বাস্তবায়নে জনসচেতনতামূলক প্রচারণাসহ কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

অপরদিকে, জেলার বিভিন্ন স্থানে ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে (বৃহস্পতিবার সকাল-থেকে রাত পর্যন্ত) স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ২১ জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App