×

জাতীয়

পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেবার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৩:২৩ পিএম

পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেবার দাবি

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। ছবি: ভোরের কাগজ

করোনাকালে পোশাক শিল্প বাঁচিয়ে রাখা পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি নামে একটি সংগঠন। শুক্রবার (১৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সকল পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করতে হবে। মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নেবে, তাদের পরিবার নেবে, মালিকরা সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছে। অথচ এই করোনাকালে যারা ঝুঁকি নিয়ে পোশাক শিল্পকে বাঁচিয়ে রেখেছে, সেই পোশাক শ্রমিকরা হয় করোনায় মরবে, না হয় না খেয়ে মরবে, ভবন ধসে মরবে- এরকম জীবন শ্রমিকরা মেনে নেবে না। অবিলম্বে পোষাক খাতে কাজ করা সব শ্রমিকদের অগ্রাধীকার ভিত্তিতে টিকা দেবার দাবি জানান সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App